ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গুজরাট গণহত্যার কসাই’ বলে তীব্র আক্রমণ করেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করলেন সুফি কাউন্সিলের চেয়ারম্যান নাসিরুদ্দিন চিস্তি। তাঁর কটাক্ষ, ভুট্টোর মনে রাখা উচিত ওসামা বিন লাদেনকে কীভাবে পাকিস্তানে ঢুকে হত্যা করেছিল মার্কিন সেনা।‘অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানাশিন কাউন্সিলে’র চেয়ারম্যানের কথায়, ”পাকিস্তানের বিদেশমন্ত্রী আমাদের মাতৃভূমি ও আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে বিষাক্ত ভাষা প্রয়োগ করেছেন, তার আমি তীব্র নিন্দা করছি। বিলাওয়াল ভুট্টো ভুলে গিয়েছেন সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনকে পাকিস্তানে গিয়ে পাক সরকারের নাকের ডগায় মেরেছিল মার্কিন সেনা।” সেই সঙ্গে তিনি আরও বলেন, পাকিস্তানের মতো অস্থির দেশের সঙ্গে ভারতের তুলনা করাই উচিত নয় ভুট্টোর। এই বিতর্কের সূত্রপাত বিদেশমন্ত্রী জয়শংকরের এক মন্তব্যকে ঘিরে। পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসাবে চেনে গোটা দুনিয়া- রাষ্ট্রসংঘের মঞ্চে এই কথা বলেছিলেন তিনি। সেই কথার জবাব দিতে গিয়েই মোদির সঙ্গে লাদেনের তুলনা করেন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। তিনি বলেন, “ওসামা বিন লাদেন মারা গিয়েছেন। কিন্তু গুজরাট গণহত্যার কসাই আজও বেঁচে রয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী পদে রয়েছেন তিনি।” বিলাবলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছে ভারতের বিদেশমন্ত্রকও। বলা হয়েছে, সংখ্যালঘুদের প্রতি নৃশংস আচরণ পাকিস্তান করে পাকিস্তান। দীর্ঘ সময় কেটে গেলেও তাদের হাবভাবে কোনও পরিবর্তন হয়নি।বিদেশমন্ত্রক তাদের বিবৃতিতে জানিয়েছে, “নিম্নরুচির আক্রমণ করতে গিয়ে সীমা ছাড়িয়ে গিয়েছে পাকিস্তান। ১৯৭১ সালে আজকের দিনে কী হয়েছিল, সেই কথা সম্ভবত ভুলে গিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছিল পাক সেনা। তারপর এতদিন কেটে গেলেও সংখ্যালঘুদের প্রতি পাকিস্তানের মনোভাব এতটুকু পালটায়নি। ভারতের দিকে আঙুল তোলা পাকিস্তানের সাজে না।”
আরশিকথা দেশ-বিদেশ
তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৭ই ডিসেম্বর ২০২২