আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পথ দুর্ঘটনায় আহত পাঞ্চালী ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের সহধর্মিনী পাঞ্চালী ভট্টাচার্য শনিবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন শুনে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী এ বিষয়ে বিরোধী দলনেতা মানিক সরকারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বর্তমানে উত্তর-পূর্বাঞ্চল পর্যটনের এক অনুষ্ঠানে অংশ নিতে শিলং-এ রয়েছেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী টেলিফোনে সরাসরি নিউরোসার্জন ডাঃ সিদ্দা রেড্ডির সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাধীন পাঞ্চালী ভট্টাচার্যের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মুখ্যসচিব জে কে সিনহার সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্য সচিব ডাঃ দেবাশিস বসুকে হাসপাতালে গিয়ে শ্রীমতী ভট্টাচার্যের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বর্তমানে শ্রীমতী ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। প্রয়োজনে রাজ্যের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর উদ্যোগ নিতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা শ্রীমতী পাঞ্চালী ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেছেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত
    ১৭ই ডিসেম্বর ২০২২
     

    3/related/default