চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা মাও সে তুং-এর জন্ম দিবস পালন করলো সিপিএমের রাজ্য কমিটি। এই উপলক্ষ্যে সোমবার দলের রাজ্য কার্যালয়ে এক অনুষ্ঠান হয়।
তাতে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীসহ অন্যান্য কার্যকর্তারা। উপস্থিত সবাই মাও সে তুং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এ বছর তাঁর ১৩০ তম জন্ম দিবস পালন করা হয়।
জিতেন্দ্র চৌধুরী তার বক্তব্যে মাও সে তুং-এর বিপ্লবী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। সেই সঙ্গে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সমালোচনা করেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৬ ডিসেম্বর ২০২২