প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমাবেশ ও সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের রাজ্য সভাপতি পীযুষ বিশ্বাস।
সোমবার এক সাংবাদিক সম্মেলন করে মোদির বক্তব্যের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, মানুষের আশা ছিল ত্রিপুরার যে পরিস্থিতি তার থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রী দিশা দেখাবেন। কিন্তু সেই সম্পর্কে তিনি কিছু বলেননি। নতুন কোন ঘোষণা দেননি। পুরনো প্রকল্পগুলির কথাই বলেছেন। শ্রী বিশ্বাস আরো বলেন, সরকারি টাকায় অর্থাৎ মানুষের কল্যাণের জন্য বরাদ্দ টাকায় সভা করে তা দলীয় সভায় পরিণত করা হয়েছে। বেনিফিশিয়ারি থেকে সরকারি কর্মচারীদের চাপ দিয়ে সভায় নেওয়া হয়েছে। প্রদেশ তৃণমূলের রাজ্য সভাপতি এখানেই শেষ করেননি। তিনি বিজেপির সমালোচনা করে বলেন, এই দল নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি একটিও পালন করেনি। কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি নিয়ে একটি শব্দ বলেননি।প্রধানমন্ত্রীর এই সফরের তীব্র নিন্দা জানান তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৯ ডিসেম্বর ২০২২