আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বর্তমান সরকার হচ্ছে মানুষের সরকার : মুখ্যমন্ত্রী

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    রাজ্যের বর্তমান সরকার হচ্ছে মানুষের সরকার। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের সুফল যাতে অন্তিম ব্যক্তির কাছে গিয়েও পৌঁছোয় তা সুনিশ্চিত করতে হবে। বুধবার অম্পি সামাজিক স্বাস্থ্যকেন্দ্র এবং স্টাফ কোয়ার্টারের দ্বিতল পাকা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে অম্পি গ্যালারি মাঠে আয়োজিত এক সমাবেশে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন।

    অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে মানুষের কাছে সঠিকভাবে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। প্রতি ঘরে সুশাসন অভিযানের মাধ্যমে বিভিন্ন জায়গায় শিবির করে বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যে এখন উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে দলমত নির্বিশেষে সব অংশের মানুষের কল্যাণে সরকার কাজ করে চলেছে।অম্পি সামাজিক স্বাস্থ্যকেন্দ্র এবং স্টাফ কোয়ার্টারের দ্বিতল পাকা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সিন্ধু চন্দ্র জমাতিয়া, স্বাস্থ্য দপ্তরের সচিব ড. দেবাশিস বসু প্রমুখ। উল্লেখ্য, ৩০ শয্যাবিশিষ্ট সামাজিক স্বাস্থ্যকেন্দ্র এবং স্টাফ কোয়ার্টার নির্মাণ করতে ব্যয় হয়েছে ৭ কোটি ২৫ লক্ষ ১৩ হাজার ৬৩১ টাকা।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ৭ই ডিসেম্বর ২০২২
     

    3/related/default