প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে আপ্লুত আশা কর্মীরা। ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে তারা স্বাগত জানান শ্রী দেবকে। শনিবার আগরতলা টাউন হলে মজদুর মনিটরিং সেল ও বিবেকানন্দ বিচার মঞ্চের অন্যতম দুইটি সংগঠন অল এিপুরা আশা-ফেসিলিটেটর এসোসিয়েশন এবং এিপুরা আশা কর্মী সংঘ এর উদ্যোগে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাংগঠনিক সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চ ও মজদুর মনিটরিং সেলের নেতৃত্বরা। রাজধানীর টাউনহলে আয়োজিত এই সাংগঠনিক সভায় আশা কর্মীদের উপস্থিতি ছিল ব্যাপক। গোটা হলের কোথাও তিল ধারণের জায়গা ছিলো না। হলের ফ্লোরে, মঞ্চে উঠে বসেও জায়গা সংকুলান হয়নি। হলের বাইরেও ছিলো ব্যাপক ভিড়।
বক্তব্য রাখতে গিয়ে শ্রী দেব বলেছেন, এই সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার। খুব শীঘ্রই আশা কর্মী মা বোনেরা ভালো খবর পাবে বলে ইঙ্গিত দেন। তিনি বলেন, শিশুদের প্রকৃত ভবিষ্যৎ নির্মাতা হচ্ছেন আশা ও অঙ্গনওয়াড়ির মা বোনেরা। তারা অখুশি থাকলে শিশুদের ভালো ভবিষ্যৎ নির্মাণ হবে না।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
৩১ ডিসেম্বর ২০২২