Type Here to Get Search Results !

ত্রিপুরায় কংগ্রেসের তিন পর্যবেক্ষক

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরার দিকে বিশেষভাবে নজর দিয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচন কমিটি বেশ কিছুদিন আগেই গঠন করা হয়েছে। এবারে ত্রিপুরার নির্বাচনের জন্য পর্যবেক্ষকের নাম ঘোষণা করা হয়েছে। ত্রিপুরায় সিনিয়র অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয় মুকুল ওয়ানিককে। তিনি মেঘালয় ও নাগাল্যান্ডের দায়িত্বেও রয়েছেন। আর অবজারভার হিসেবে ত্রিপুরার দায়িত্বে রয়েছেন অরবিন্দ সিং লাভলী এবং আব্দুল খালেক। এরা মুকুল ওয়াসনিকের অধীনে কাজ করবেন। সোমবার অবজারভারদের নাম ঘোষণা করা হয়। তালিকায় স্বাক্ষর রয়েছে এআইসিসি এর সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের। এআইসিসি'র সভাপতির নির্দেশক্রমে তাদের দায়িত্ব দেওয়া হয়। শীঘ্রই এরা রাজ্যে আসবেন বলে জানা গেছে। ৫৪ বছরের অরবিন্দ সিং লাভলী ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি বিধানসভার সদস্য ছিলেন। আর ৫১ বছরের আব্দুল খালেক ২০১৯ সাল থেকে লোকসভার সাংসদ। এর আগে আসামের বিধায়ক ছিলেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

২৬ ডিসেম্বর ২০২২



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.