আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ১২ ঘণ্টা পর তিন রুটে ফেরি চলাচল স্বাভাবিকঃ বাংলাদেশ

    আরশি কথা

    রীতা আক্তার, ঢাকা, আরশিকথাঃ


    ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীর হাট এবং ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

    ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় যানবাহন পারাপার কমে যাওয়ায় রাজস্বও কমে গেছে। এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ১১ ঘণ্টা, বাংলাবাজার-শিমুলিয়া সাড়ে নয় ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে নয় ঘণ্টা ফেরি বন্ধ ছিল। এতে এসব ঘাটে আটকা পড়ে হাজারও যানবাহন। দুর্ভোগ পোহাতে হয় যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকদের।

    এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বাড়ছে।ভোরে ফেরিঘাটে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৩ কিলোমিটার অংশজুড়ে বাস ও ট্রাকের দীর্ঘ সারি।

    রোববার রাত ১০টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে। ধীরে ধীরে পদ্মা নদীতে ঘন কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এ সময় ফেরি চলাচলের জন্য বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ১১টার দিকে এ তিন রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ৩০ জানুয়ারি ২০২৩
     

    3/related/default