ফরিদপুরের নগরকান্দা উপজেলা মডেল মসজিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল সারে এগারোটায় দেশের ৫০ টি মডেল মসজিদের একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে নগরকান্দা মডেল মসজিদের উদ্বোধন করা হয়।
দ্বিতীয় পর্যায়ে দেশের ৫০ টি মসজিদের মধ্যে ফরিদপুরের দুটি নগরকান্দা ও ভাঙ্গা উপজেলার মসজিদ গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। নগরকান্দা উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে নগরকান্দা বাজারে এই মসজিদ টি নির্মিত হয়েছে।এই মসজিদের পাশেই রয়েছে নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, নগরকান্দা থানা ভবন, জেলা পরিষদের অডিটোরিয়াম, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, নগরকান্দা প্রেসক্লাব ভবন, বিভিন্ন ব্যাবসায়ীক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
মসজিদ ভবনে ভিডিও কনফারেন্স চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, মাসুদুর রহমান নিকো, নাসির মাহমুদ, মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।প্রায় ১৫ কোটি টাকা ব্যায়ে তিন তলা ভবনে প্রায় ৯ শত মুসল্লী এক সাথে নামাজ আদায় করতে পারবে এই মডেল মসজিদে।আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৬ জানুয়ারি ২০২৩