আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফরিদপুরে শনিবার হতে শুরু হচ্ছে প্রায় মাসব্যাপী জসীমউদ্দীন পল্লীমেলা

    আরশি কথা

    মোঃ শাহ্ জালাল,ফরিদপুর, বাংলাদেশঃ


    ফরিদপুরে শুরু হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনের নামে শুরু হতে যাচ্ছে জসীমউদ্দীন পল্লীমেলা -২০২৩ । 

    আগামী শনিবার জেলা প্রশাসন ও জসীমউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িসংলগ্ন কুমার নদের পাড়ে প্রায়  মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হবে । এ উপলক্ষে চলছে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি । 

    জানা গেছে ওইদিন বিকাল ৩ টার দিকে জসীমউদ্দীন উদ্যানে স্থাপিত জসীমউদ্দীন মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ , জ্বালানি 3 খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা এবং পল্লীকবির জামাতা তৌফিক - ই - ইলাহী চৌধুরী ( বীরবিক্রম )।সভাপতিত্ব করবেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহ্জাহান , জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক , পৌরসভার মেয়র অমিতাভ বোসের । এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোসাঃ তাসলিমা আলী জানান , এ মেলা উপলক্ষে বিভিন্ন স্টলে বিভিন্ন লোকজ, চারু ও কারুপণ্যের বিপণনের ব্যবস্থা থাকবে। মেলায় ১৫০-২০০টি স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে । 

    এ ছাড়া প্রতিদিন বিকালে মেলার মাঠ প্রাঙ্গণে জসীমউদ্দীন মঞ্চে গান , নাচ , নাটকসহ বিভিন্ন লোকজ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে । এতে ফরিদপুর জেলার বাইরের সাংস্কৃতিক দলগুলোও অংশ নেবে। তিনি আরো বলেন মেলায় থাকবে হস্ত , মৃৎ , বাঁশ ও বেতশিল্পসহ গ্রামীণ মানুষের ব্যবহৃত নিত্য প্রয়োজনীও জিনিসপত্রও । এ ছাড়া শিশু কিশোরদের বিনোদনের জন্য থাকছে সার্কাস , নাগরদোলা, পুতুল নাচসহ বিভিন্ন রকমের রাইডস। প্রসঙ্গত , ১৯৮৮ সাল থেকে জসীমউদ্দীন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে ।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ১৮ জানুয়ারি ২০২৩

    3/related/default