ফরিদপুরে এস এ টিভির ১১ তম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবের এ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি পান্না বালা, দৈনিক বাঙ্গালী সময়ের সম্পাদক সেলিম মোল্লা, এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জীব দাস, এফ ডি এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এ টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েল।এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।সভায় বক্তারা আগামী দিনে এস এ টিভির সফলতা কামনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশাল এক কেক কাটা হয়।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৯ জানুয়ারি ২০২৩