আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্বপ্ন নীড় ।। কবিতা ।। দেবব্রত হাতী

    আরশি কথা

    স্বপ্ন নীড়...


    দলছুট পাখিরা দলবেধে পাখা ঝাপটায়

    পাখা ঝাঁপটাতে ঝাঁপটাতে স্বপ্ন দেখে

    পযাপ্ত খাদ্য আর একটু স্বপ্নের নীড়,

    উড়তে চায় ডানা মেলে মুক্ত আকাশে।

     গুটিকয়েক শোষক দানব ফন্দি আঁটে

     বারবার ছেঁটে ফেলে  উড়বার ডানা।

     

     বসন্ত আসে, বসন্ত যায়,ডানা গজায়

     একসাথে কাকলিতে ডানা ঝাপটায়।

     ধুর্ত দানবেরা হাওয়ায় মিলিয়ে যায়

     নতুন ডানায় ভর করে স্বপ্ন দেখে

     বানায় মাথা গোঁজার স্বপ্নের নীড়,

     উড়ে চলে ডানামেলে মুক্ত গগনে।


    - দেবব্রত হাতী


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১লা জানুয়ারি ২০২৩

     

    3/related/default