পৃথিবীর আরো এক বছর বয়স বাড়লো বয়স বাড়লো আমাদের অভিজ্ঞতার,
এবছরো রাজপথ চলুক, চায়ের কাপে চুমুক পড়ুক,
বিধানসভায় শাসক-বিরোধী মেজাজ থাকুক।
ভ্যালেন্টাইন্স এ ভালোবাসা ছড়াছড়ি করুক,
মা বাবা সন্তানদের ছুটি হলেই বাড়ি নিয়ে আসুক।
পাড়ার খুচরো বিক্রেতারাও জিনিস বেচুক,
বাইক চালালে মাথায় হেলমেটটা নিশ্চয় থাকুক।
অটো-টমটম চালকদের দ্বন্দটা এবার মিটুক,
পাড়ার ক্লাবটিতে রক্তদান করতে সবাই আসুক।
বৃদ্ধ মা-বাবাকে কেউ বৃদ্ধাশ্রমে না পাঠাক,
প্রতিবেশীর সুখে দুঃখে সবাই এগিয়ে যাক।।
সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এবার সবাই রুখে দাঁড়াক,
গরীব মেধাবী পড়ুয়াদের সাহায্যের হাতটা বাড়াক।
রিক্সাচালকদের একটু সম্মান দিয়ে ডাকা হোক,
মিউনিসিপ্যাল্টির কর্মীদের মানুষের মতো ভাবুক।
পড়তে বস্ না বলে একদিন সসন্তানে ঘুরতে যাক,
সেলাইয়ের পর গরীব মুচিটা ন্যায্য মজুরি পাক।
হাত পাতলে ভিক্ষুকরা এক টাকা হলেও পাক,
জন্মদিনে সবাই একটা হলেও গাছ লাগাক।
একদিনের জন্য বিশ্রাম দিয়ে মায়ের কাজটা সবাই করুক,
বাবার জায়গায় একটা দিন ছেলেটা বাজারের ব্যাগ ধরুক।
আসুন না নতুন বছরটাকে নতুন করে বাঁচি
নিজেদের জন্য হলেও সবাই মিলে একটু হাসি।।।
- রাহুল শীল, আগরতলা
১লা জানুয়ারি ২০২৩