অন্তরে
নাই দুঃখ নাই অশ্রুভেজা বিষাদের কান্না,
নাই আত্মগ্লানি নাই কাঙ্খিত চাওয়া পাওয়ার বাসনা,
নাই বাঁচার লড়াই এর যন্ত্রণা,
ইহলোকে ইট পাথরের গড়া অগণিত ছোট বড় সুদৃশ্য আলয়ে,
না ফেরা দেশের মুক্তিস্নাত রা ঘুমিয়ে আছে পরম শান্তির আশ্রয়ে।
শিহরণে দোল দেওয়া অনুভূতি বলে,
নিভৃত নীঃস্তব্দ্ধ সমাধিস্থলে আছে ওরা পরম সুখের কোলে।
ধীর নিঃশ্বাসে ঝিরঝিরে হাওয়া বয় গাছের পাতায় পাতায়,
বৃক্ষ শাখায় পাখীর কূজন যেন অপার্থিবের অমোঘ বার্তা শোনায়।
-স্বাগতা ভট্টাচার্য, কানাডা
২৮ জানুয়ারি ২০২৩