।। হাসির রাজা ।।
(শিবরাম চক্রবর্তী স্মরণে)
সারা জীবন লোক হাসালেন
গল্প--হাসির লিখে,
দুঃখ তবু নিত্য সাথী
বাঁধল জীবনটাকে।
মুক্তারামের মেস বাড়িতে
ঠাঁই নিলো সেখানে,
কোলকাতা তার হয় ঠিকানা
শুধু রুজির টানে।
সার্কাসে কাজ লোক হাসানো জোকার সেজে--শুধু,
তার বদলে জীবন তাদের
শুষ্ক মরু ধূ-ধূ!
ঠিক তেমনই ছিলেন তিনি
গল্প সে লিখিয়ে...
সবার মুখে ফেরান হাসি
নিজের দুঃখ নিয়ে ।
গল্প লিখে হলেন "জোকার"
কেউ ভাবেনি তাঁকে,
স্বস্তি তবু হাসির মাঝে
কেউ ছবি তাঁর আঁকে!
- নির্মলেন্দু শাখারু
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৮ জানুয়ারি ২০২৩