১ জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের দলীয় সকল নেতৃবৃন্দ ও কর্মীরা প্রত্যেক জেলায় এবং ব্লকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি পালন করেছেন।
এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের উপস্থিতিতে পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব, প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিবম সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।টাউন বড়দোয়ালিতে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করার পর সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন, "আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে প্রথমেই রাজ্যবাসীকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। পাশাপাশি সব মানুষের আশীর্বাদ কামনা করছি। আগামীতে রাজ্যে তৃণমূল সরকার গঠন হলে সরকার হবে দুর্নীতিমুক্ত। এছাড়াও বেকারদের কর্মসংস্থান, কৃষকদের সমস্যা সমাধানের জন্য তৃণমূল কংগ্রেস কাজ করবে। আমরা ত্রিপুরায় নতুন দিশা নিয়ে আসবো।"
এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যে দলের তরফে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১ জানুয়ারি ২০২৩