রবিবার জন বিশ্বাস যাত্রার তৃতীয় দিনে অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক। রাজ্যে বিজেপি দলের এই কর্মসূচি শুরু হয় দক্ষিণ জেলার মধ্য দিয়ে। রাজ্যে সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই জন বিশ্বাস যাত্রার সূচনা করেন। তৃতীয় দিনে ফটিকরায় এবং করমছড়া বিধানসভা কেন্দ্রে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী্। করমছড়ায় ভাষণ রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, '২৫ বছরে রাজ্যে জনজাতিদের জন্য মাত্র ৩ টি একলব্য বিদ্যালয় ছিল, এখন সাড়ে চার বছরে রাজ্যে জনজাতি এলাকায় ১৮ টি একলব্য বিদ্যালয় হয়েছে।'
তিনি আরো বলেন, '২০১৮ নির্বাচন ছিল মুক্তির নির্বাচন, ২০২৩ এর নির্বাচন আগামীর ভবিষ্যৎ গড়ার নির্বাচন।' ফটিকরায়ে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী ভৌমিক বলেন, 'বিজেপি যোগে বিশ্বাস করি বিয়োগে না। যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমরা সবকিছু পূরণের চেষ্টা করছি।'