ফরিদপুরের নগরকান্দায় তরিকত ফেডারেশনের কাইচাইল ইউনিয়ন শাখার ত্রি- বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে কাইচাইল ইউনিয়নের ছোটনাউডুবি গ্রামের জয়নাল মাতুব্বরের বাড়ীর আঙিনায় এ কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা তরিকত ফেডারেশনের যুগ্ন - সম্পাদক জয়নাল মাতুব্বর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা তরিকত ফেডারেশনের সভাপতি আজিজুর রহমান ভদ্র, মুকসুদপুর উপজেলা তরিকত ফেডারেশনের সভাপতি জগলুল মৃধা, নগরকান্দা উপজেলা তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান টিটো, যুগ্ন - সাধারণ সম্পাদক মাহবুব হাচান বাকী, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মুক্ত, অর্থ বিষয়ক সম্পাদক মেসবাহউদ্দিন প্রমূখ। সম্মেলনে ৩৩ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি চুন্নু মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে কায়কোবাদ মিয়ার নাম ঘোষনা করা হয়। বিভিন্ন তরিকতের ভক্তবৃন্দ, আশেকান, মুরিদানদের নিয়ে গঠিত হয়েছে তরিকত ফেডারেশন।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৩ জানুয়ারি ২০২৩