Type Here to Get Search Results !

বিজেপি'র মহিলা মোর্চার সম্মেলনে জোটের নিন্দায় মুখর সভাপতি, মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


ভারতীয় জনতা পার্টির ৮ টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে মহিলা মোর্চা সম্মেলনের আয়োজন করা হয় মঙ্গলবার। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা পুরো পরিষদের মেয়র দীপক মজুমদার পশ্চিমবঙ্গের বিজেপির সাধারণ সম্পাদিকা তথা সাংসদ অগ্নিমিত্রা পাল,বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মা, মন্ডল সভাপতি সঞ্জয় সাহাসহ অন্যান্যরা৷ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপি জনগণের জন্য বেশি কাজ করছে, গরিবের জন্য কাজ করছে, মহিলাদের সুরক্ষার জন্য কাজ করছে। তাই বিজেপিকে রুখতে সিপিএম এবং কংগ্রেস জোট বেঁধেছে। বিজেপিকে রোখার জন্য আজ নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়ে তারা জোট বেঁধেছে। তিনি বলেন, অস্তিত্বের লড়াইয়ের জন্য তাদের এই জোট। বিজেপির ক্ষমতায় আসার পর তাদের কামাই বাণিজ্য বন্ধ হয়ে গেছে। ব্যক্তিগত কামাইয়ের জন্য, বাণিজ্যের জন্য লুকিয়ে তাদের প্রেম ছিল এখন খুল্লাম খুল্লা প্রেম করছে তারা।

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, ফের কংগ্রেস ও সিপিএমের মধ্যে নতুন করে প্রেমের উদয় ঘটেছে৷ তারা প্রচার চালাচ্ছে রাজ্যে কোন গণতন্ত্র নেই৷ অথচ গণতন্ত্র রাজ্যে আছে বলেই এই দলগুলি প্রকাশ্যে তাদের মিতালী চালিয়ে যেতে পারছে৷ এতকাল লুকিয়ে প্রেম করেছিল৷ এবার নির্বাচনের আগে দুটি দলের প্রেম প্রকাশ্যে এসেছে৷ খুন, সন্ত্রাসের দলকে রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে৷ রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের মূর্তি ভাঙ্গার সংস্কৃতি তাদের আমলে হয়েছে৷ রাজ্যে ফের পুরনো কায়দায় খুন, সন্ত্রাসের সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চাইছে সিপিএম ও কংগ্রেস৷ এদিকে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির সাধারণ সম্পাদিকা তথা সাংসদ অগ্নিমিত্রা পাল বলেন, ত্রিপুরার নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নেবে মহিলারাই৷ এদিন এই জনসভা সেই বিজয় উৎসবের বার্তা দিচ্ছে৷ আরো অধিক আসন নিয়ে ত্রিপুরায় বিজেপি ক্ষমতাসীন হবে৷ সম্মেলনে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

২৪ জানুয়ারি ২০২৩


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.