আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিধানসভা নির্বাচন : মনোনয়নপত্র জমা পড়ল সাতটি

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    আগামী ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন। লড়াই হবে মোট ৬০টি আসনে। এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দলে এখন জোর তৎপরতা। মঙ্গলবার মোট সাতজন প্রার্থী তাদের স্ব স্ব এলাকায় রিটার্নিং অফিসারদের কাছে জমা দিলেন মনোনয়ন পত্র। আমরা বাঙালি দলের পক্ষ থেকে ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দেন সুজাতা দত্ত, ১৩ তপশীলি জাতি সংরক্ষিত আসনে অশোক কুমার দাস, ১৪-বাধারঘাট তপশীলি জাতি সংরক্ষিত আসনে সুশীল চন্দ্র দাস। পাশাপাশি ২৭ কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে নগেন্দ্র চন্দ্র শীল, ২৮- তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে নারায়ন দেবনাথ, ৩৫-বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে গৌরী শংকর নন্দী, ৩৬-শান্তির বাজার তপশিলি উপজাতি সংরক্ষিত আসনে ন্যাশনাল পিপলস পার্টির পক্ষে মনোনয়নপত্র জমা দেন মিলন পদ মুড়াসিং।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৪ জানুয়ারি ২০২৩
     

    3/related/default