এবারের রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে জয় মহাভারত পার্টি। ৬০টি আসনের মধ্যে সবগুলিতেই প্রার্থী দেবে এরা। যুবা ও মহিলাদের প্রাধান্য দেওয়া হবে। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে দলের প্রতিষ্ঠাতা ভগবান শ্রী অনন্ত বিষ্ণু এক সাংবাদিক সম্মেলন করেন।
তিনি আরো বলেন, দল নির্বাচনে জয়ী হলে সারা রাজ্যে মদ নিষিদ্ধ করা হবে। মাত্র ১০০ টাকায় গোবর গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে। সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্য পরিসেবা বিনামূল্যে প্রদান করা হবে। প্রয়োজন অনুসারে প্রত্যেককে কাজ দেওয়া হবে। এই ধরনের মোট ১১ টি প্রতিশ্রুতি দেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি। প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বাছাই এর কাজ চলছে বলে জানান তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৭ জানুয়ারি ২০২৩