আবু আলী, ঢাকা, আরশিকথা ।।
সামসাদ ফেরদৌসীর কাব্য গ্রন্থ 'স্বপ্ন বুনন'পাওয়া যাবে অমর একুশে বইমেলায়। সামসাদ ফেরদৌসী এমন একজন কবি, যিনি মানুষের অবচেতন মনের চাওয়া-পাওয়া, স্বপ্নকে তুলে ধরেন তার লেখনীর মাধ্যমে। তার কবিতা কখনো কখনো ছবি হয়ে ওঠে। এই কাব্যগ্রন্থে তার রং-তুলিতে ভেসে উঠেছে ভালোবাসার মানুষকে নিয়ে সুখ-দুঃখ, আকাঙ্ক্ষা, অপেক্ষা, বেদনার ছবি। তিনি এঁকেছেন তার ছেলেবেলার পাড়া-মহল্লা, গ্রামগঞ্জের চিত্র। ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের মনের যে পরিবর্তন ঘটে তা-ও তিনি এই কাব্যগ্রন্থে নানা কবিতার মধ্যে কাব্যিক ভংঙ্গিতে তুলে ধরেছেন।
"স্বপ্ন বুনন" কাব্য গ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী । পাওয়া যাবে বইমেলায় আগামী প্রকাশনীর ৩৪ নাম্বার প্যাভিলিয়নে।বইটিতে মোট ৫০ টি কবিতা আছে। মূল্য : ২৫০টাকা। তবে মেলা উপলক্ষে থাকছে ২৫ শতাংশ ছাড়।
দীর্ঘ দিন অধ্যাপনার সাথে জড়িত সামসাদ ফেরদৌসী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স এবং নৃবিজ্ঞানে এম ফিল করেছেন। বর্তমানে তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ - এ সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্বপ্ন বুনন তার একক ২য় কাব্যগ্রন্থ।
তার প্রথম একক কাব্য গ্রন্থ ' এভালন দ্বীপে একরাত (২০২১)একুশে বই মেলাতে "অন্য প্রকাশ" প্রকাশনী থেকে প্রকাশিত হয়।এ ছাড়াও প্রতিফলিত রোদ্দুর ,পদ্ম পুরাণ,শুদ্ধস্বর নামে কয়েকটি যৌথ ,সংকলিত কাব্য গ্রন্থ রয়েছে।এর বাইরে তার কিছু গবেষণা প্রকাশনী রয়েছে। ২০১১ সালে জার্মানের বিখ্যাত প্রকাশনী Lambert Academic publishing (LAP) থেকে তার Women Empowerment and Role of Micro Credit of Tmss at Rural Bangladesh রিসার্চ বুক টি বের হয়।
ব্যক্তি জীবনে সামসাদ বিবাহিত এবং দুই সন্তানের জননী। লেখালেখি ছাড়াও তিনি মাছ ধরতে এবং ভ্রমণ করতে ভালোবাসেন। তুরস্ক,ভিয়েতনাম,থাইল্যান্ড,মালদ্বীপ,ভারত,কাশ্মীর সহ নানা দেশ ,বিদেশের বিভিন্ন স্থান তিনি ভ্রমণ করেছেন। তার ভ্রমণ কাহিনি গুলো ধারাবাহিকভাবে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হচ্ছে।
আরশিকথা পাঁচমিশেলি
২ ফেব্রুয়ারি ২০২৩