গোমতী চলে এঁকে বেঁকে নীল নির্জনে
গাছগাছালির ফাঁকে ফাঁকে চলছে স্রোতের টানে।
দু'ধারে তে কাশের সারি দুলছে তালে তালে
কালাঝাড়ির কালো ছায়া নদীর বাঁকে বাঁকে।
ডুম্বুরে তে সৃষ্টি যার পদ্মায় গিয়ে শেষ
সোনালী আভা ঢেউ খেলে যায় বাবলা গাছের ছায়ে।
দূর গাঁয়ে তে মাদল বাজে রিয়াং মেয়ে ছন্দে নাচে কালাঝাড়ির হাটে
হজাগিরির সুরে ওরা হয় মাতোয়ারা।
বন্য প্রাণী ছুটে বেড়ায় শূন্য পথের শেষে
ও পাড়ে তে সূর্য ঢলে ঝাউবনের ধারে
গোমতী চলে এঁকে বেঁকে নীল নির্জনে।
- কল্যানী ভট্টাচার্য্য, আগরতলা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৫ ফেব্রুয়ারি ২০২৩