এইতো খেলা শুরু
নীল আকাশে মেঘের বাহার
ডাকছে দুরুদুরু ,
বৃষ্টি হবে ,ঝড় হবে
নড়বে ঘরের চালা
ছুটে যেতেও মনটা হবে ভীষণ উড়ুউড়ু |
কেউ হাসবে , কেউ কাঁদবে
কেউ রাঁধবে পায়েস ,
কেউ খাবে , কেউ ফেলবে
কেউ মেটাবে খায়েস |
কাদা হাতে, দিনেরাতে
ছুটবে সবাই ছুটবে ,
কার গায়ে কে লাগবে
সে সুজুগটাই খুঁজবে |
এই খেলাটা আসলে
তিন নাম্বার খেলা ,
চার নাম্বার প্লেয়ার খেলে
সকাল সন্ধ্যাবেলা |
এই খেলাটা অনেকেই খেলে
রাজনীতি যার নাম ,
পুঁজি ছাড়া অনেক রুজি
সিদ্ধি মনস্কাম |
- সেন্টু রঞ্জন চক্রবর্তী
আগরতলা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৫ ফেব্রুয়ারি ২০২৩