আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী বিহান ।। কবিতা ।। শ্যামল কান্তি দে, ত্রিপুরা

    আরশি কথা

    আগামী বিহান ।।


    আইজ মু মখমলি বিছানায় শুয়ে

    হপন দিখি আগামী বিহানের

    মু -র হাতে ইংরাজি নোবেল 

    মু  ভুল্লেই গিছি প্রায় 

    একুশে রইক্তে রাঙান দিনে

    পততাকা ধইরার পদ্ধতিকে ৷

    বাংলা ভাষা প্রতিষ্ঠা কইরতে

    যাদের সাথে মিছছিলে হেঁটে ছিলম

    হেরা বাইরে দাঁড়াই আইছে  ৷

    আমার মখমলি বিছানার লিচে

    ই ছেঁড়া কাঁথাটা রেইখেছিলম

    সিটা লিয়ে যাইবার জইন্য ৷

    মু শয্যা শুন্য হইল

    কিননা মু-র অ আ ক খ

    ছেঁড়া কাঁথাতে মুড়ানো ছিলক ৷


    - শ্যামল কান্তি দে, ত্রিপুরা 


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 

    ২১শে ফেব্রুয়ারি ২০২৩

     

    3/related/default