আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অমর একুশে ।। কবিতা ।। বাউল কবি মোঃ মহিউদ্দিন, বাংলাদেশ

    আরশি কথা

    ।। অমর একুশে ।।



    একুশ আমার স্মৃতি গাথা 

    একুশ আমার প্রান, 

    জীবন দিয়ে ভালোবাসি 

    কত স্মৃতি যে মহান।।


    ১৯৫২ সালের ফেব্রুয়ারী মাসে 

    শোকের ছায়া বয়ে আনে অমর একুশে, 

    রফিক শফিক বরকত সালাম 

    ভাষার জন্য দিছে প্রান।।


    শহীদের রক্তে মাখা মহান আত্মদানে

    ভাই হারানোর দুঃখব্যথা স্মৃতি বয়ে আনে, 

    ভুলিব না তাদের কথা 

    আছেন যত শহীদান।। 


    বাংলা আমার মায়ের ভাষা জন্মেছি এই দেশে 

    স্বরনীয় চিরদিন মোরা যাবো ভালোবেসে, 

    স্মৃতি সৌধ শহীদ মিনার 

    এই দেশেরই অবদান।।


    -বাউল কবি মোঃ মহিউদ্দিন

    বাংলাদেশ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২১শে ফেব্রুয়ারি, ২০২৩ 

     

    3/related/default