Type Here to Get Search Results !

মাতৃভাষা ।। কবিতা ।। সুজাতা পাল, আগরতলা

মাতৃভাষা"


মা: মায়ের মতোই খাঁটি ও পবিত্র

তৃ: তৃষ্ণা মেটায় জলের ন্যায়

ভা: ভাব প্রকাশের মাধ্যম যাহা

ষা: ষাট কিংবা এক বছরের সবার বুলি এটাই

বা: বানিয়েছে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল আর ও অগণিত মনিষীদের

ং:  অনুস্বার যেমন শব্দের মধ্যে বসে করে সম্পূর্ণ অর্থ প্রকাশ

লা: লাল রঙের সদ্য প্রস্ফুটিত গোলাপের মতোই আমার মাতৃভাষার চিরসতেজ বহিঃপ্রকাশ।


- সুজাতা পাল, আগরতলা 

২১শে ফেব্রুয়ারি ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.