রাজ্যের সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। অন্যান্য নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলি পরিবর্তনের কথা বলে। কিন্তু এবার পরিবর্তনের পক্ষে সাধারণ জনগণ।
বৃহস্পতিবার ডান-বাম দু'দলের কর্মীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বড়দোয়ালী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশীষ সাহা। বিধানসভা নির্বাচনে চর্চায় রয়েছে ৮ বড়দোয়ালী কেন্দ্রটি। ভারতীয় জনতা পার্টির হয়ে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিপক্ষ কংগ্রেসের মনোনীত প্রার্থী আশীষ সাহা। বর্তমানে জোটের ফলে এলাকার সিপিএম কর্মীরাও আশীষ সাহার হয়ে ভোট প্রচারের নামছে।বৃহস্পতিবার সকালে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে আশিস বাবু বলেন,বিগত নির্বাচনগুলোতে বিরোধী রাজনৈতিক দলগুলি পরিবর্তনের কথা বলে। কিন্তু এবার পরিবর্তনের পক্ষে সাধারণ জনগণ।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৯ ফেব্রুয়ারি ২০২৩