শিশুর জন্মের কথা শোনা মাত্র নিজেই ছুটে যাচ্ছেন বাড়ি বাড়ি। দিচ্ছেন শিশুদের জন্ম সনদ সহ পরিবারের হাতে মিষ্টি ও শিশুদের বিছানা কোলবালিশ।
শিশু সন্তানের জন্য বিছানা বালিশ সহ মিষ্টির পেকেট তুলে দেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক। বিতরণ কালে তার সাথে ছিলেন নগরকান্দা উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, পুরাপুড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবু ফকির,ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শামসুল হক ইউপি উদ্যোক্তা সাইফুল ইসলাম ( জনি) গ্রাম পুলিশসহ একাধিক জনগণের জনগণ উপস্থিত ছিলেন।এ সময় নবজাতকের বাড়িতে নবজাতকের মাকে ও তার অভিভাবক কে বিভিন্ন উপদেশ দেন সন্তানদের যত্ন নিতে উদ্বুদ্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি বলেন আমার এ কার্যক্রম প্রতিটি ইউনিয়নে অব্যাহত থাকবে।আরশিকথা বাংলাদেশ সংবাদ
৭ ফেব্রুয়ারি ২০২৩