রাত পোহালেই রাজ্য বিধানসভা ভোট। রাজ্য জুড়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। গোটা রাজ্যকে মুড়ে দেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে। প্রতিটি রাস্তা, বাইপাস, জাতীয় সড়কে নাকা পয়েন্ট বসিয়ে চলছে কমিশনের তল্লাশি।
পুলিশ,আধাসামরিক বাহিনী থেকে শুরু করে রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দারা এখন চূড়ান্ত একটিভ। নির্বাচনকে ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য পিন পয়েন্ট ওয়াচিং মুডে কাজ করে চলেছে নির্বাচন কমিশন। তার মধ্যে ত্রিপুরা রাজ্যটি তিন দিক থেকে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া। নির্বাচনের নিরাপত্তার নিরিখে ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সীমান্ত। কাঁটাতারের বেড়ার দুই পাড়ে বসবাসকারীদের গতিবিধির উপর জারি করা হয়েছে বিভিন্ন বিধি নিষেধ। সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ এর টহলদারী। যে কোন ধরণের নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএসএফ জওয়ানেরা।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ ফেব্রুয়ারি ২০২৩