বুধবার আগরতলা উমাকান্ত স্কুল চত্বরে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে যান রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে।
পরবর্তী সময়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, জিরো ভায়োলেন্স নির্বাচন সংঘটিত করতে সংকল্পবদ্ধ নির্বাচন কমিশন। অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে মনিটরিং টিম দ্বারা সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।তিনি বলেন, পোলিং স্থানে দিব্যাঙ্গ এবং বয়ষ্কদের জন্য রেলিং এর সুবিধা রয়েছে। ভোট গ্রহণ সম্পন্ন হতে যদি দেরি হয় সে জন্য বিশেষ বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে মহিলা পরিচালিত পোলিং স্টেশন রয়েছে ৯৭টি। পাশাপাশি কিছু পোলিং স্টেশন দিব্যাঙ্গদের দ্বারা পরিচালিত হবে।
ভোটকে কেন্দ্র করে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য আগরতলা এমবিবি বিমানবন্দরে একটি এয়ার এম্বুলেন্স তৈরি থাকবে। শ্রী গীত্যে এদিন জনগণের কাছে ভোট দেওয়ার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৫ফেব্রুয়ারি ২০২৩