জনজাতি সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় এবারের গৃহীত সংকল্প ২০১৮ সালেও নিয়েছিল বিজেপি। হয়তো সেই সংকল্প পূরণে শুভক্ষণের অপেক্ষায় রয়েছেন তারা। বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশের পর বিজেপির বিরুদ্ধে এভাবেই কটাক্ষ করলেন ত্রিপুরা মাথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।
বৃহস্পতিবার প্রদ্যুৎ বলেন, জনজাতিদের অধিকার সুরক্ষায় সংবিধানের ১২৩তম সংশোধনীর সংকল্প ২০১৮ সালেই নিয়েছিল বিজেপি। ওই পদক্ষেপ শুধু ত্রিপুরার জন্য নয়, কার্যকর হবে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে। এক্ষেত্রে ত্রিপুরার মানুষের বিশেষ প্রাপ্তি দেখছেন না তিনি। তাঁর বক্তব্য, বিজেপির ওই সংকল্প পূরণে কেউ তাদের আটকাচ্ছে না। কিন্তু কেন করছেন না তা বুঝতে পারছি না। হয়তো শুভক্ষণের অপেক্ষায় রয়েছেন তারা। এদিন তিনি বিদ্রুপের সুরে বলেন, সংকল্প নিয়েছে বিজেপি। পূরণ হোক তবেই হবে বিশ্বাস। অবশ্য, এখন পর্যন্ত তাদের মধ্যে সেই সংকল্প পূরণে তাগিদ দেখা যাচ্ছে না।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৯ ফেব্রুয়ারি ২০২৩