আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফরিদপুর সালথায় বল্লভদী ইউনিয়নে অষ্টকালী গান অনুষ্ঠিত

    আরশি কথা

    মোঃ শাহ্ জালাল,ফরিদপুর, বাংলাদেশঃ


    ফরিদপুর সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদি গ্রামে স্বর্গীয় বীরেন্দ্রনাথ অধিকারী মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ভাগবত পাঠ ও ১৬ প্রহরব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয়ে দুই দিন ব্যাপী দেশমাতৃকা ও বিশ্ব জননী সকল সন্তানের শান্তি কামনার্থে ভগবতীয় আলোচনা স্বপন মিত্র ও অষ্টকালীন লীলা কীর্তন এ পুষ্প রানী, শ্রীমতি জয়ীতা দাসী,দীলিপ বিশ্বাসের পরিবেশন ছিল মনমুগ্ধকর।  এলাকার সনাতন ধর্মের প্রাণপ্রিয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানে দুপুরে উপস্থিতি যা চোখে  পড়ার মতো ছিল।

    এ সময়  বড় পুত্র বিশ্বজিৎ অধিকারী জানান, আমার পিতা মানুষের মাঝে দীর্ঘ দিন ধরে সেবা চিকিৎসা করে গেছেন,সুখে দুঃখে রাত বি-রাতে ডাক দিলেই ছুটে গেছেন তার বাড়িতে। আজকে তাঁর আত্মার শান্তি কামনাথে এই অনুষ্ঠান।এভাবে যেন প্রতিবছর করতে পারি সকলে চরন ধূলি দিয়ে কৃতার্থ করিবেন।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ৯ ফেব্রুয়ারি ২০২৩

    3/related/default