Type Here to Get Search Results !

ফরিদপুর সালথায় বল্লভদী ইউনিয়নে অষ্টকালী গান অনুষ্ঠিত

মোঃ শাহ্ জালাল,ফরিদপুর, বাংলাদেশঃ


ফরিদপুর সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদি গ্রামে স্বর্গীয় বীরেন্দ্রনাথ অধিকারী মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ভাগবত পাঠ ও ১৬ প্রহরব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয়ে দুই দিন ব্যাপী দেশমাতৃকা ও বিশ্ব জননী সকল সন্তানের শান্তি কামনার্থে ভগবতীয় আলোচনা স্বপন মিত্র ও অষ্টকালীন লীলা কীর্তন এ পুষ্প রানী, শ্রীমতি জয়ীতা দাসী,দীলিপ বিশ্বাসের পরিবেশন ছিল মনমুগ্ধকর।  এলাকার সনাতন ধর্মের প্রাণপ্রিয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানে দুপুরে উপস্থিতি যা চোখে  পড়ার মতো ছিল।

এ সময়  বড় পুত্র বিশ্বজিৎ অধিকারী জানান, আমার পিতা মানুষের মাঝে দীর্ঘ দিন ধরে সেবা চিকিৎসা করে গেছেন,সুখে দুঃখে রাত বি-রাতে ডাক দিলেই ছুটে গেছেন তার বাড়িতে। আজকে তাঁর আত্মার শান্তি কামনাথে এই অনুষ্ঠান।এভাবে যেন প্রতিবছর করতে পারি সকলে চরন ধূলি দিয়ে কৃতার্থ করিবেন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৯ ফেব্রুয়ারি ২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.