আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিলোনিয়াতে নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    বৃহস্পতিবার বিলোনিয়াতে গেলেন নির্বাচন কমিশনার কিরন গিত্তে সহ  ডিজিপি অমিতাভ রঞ্জন ও এডিজিপি সুভাষ রঞ্জন।এদিন তারা হেলিকপ্টারে চেপে বিলোনিয়াতে আসেন। বিলোনিয়া বিদ্যাপিঠের হেলিপ্যাড থেকে তারা সোজা চলে আসেন বিলোনিয়া সার্কিট হাউজে । বৈঠক করলেন জেলা ও মহকুমা প্রশাসন সহ আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে। জানা যায়, ভোট গননার বিষয় নিয়ে হয় এই দিনের পর্যালোচনা বৈঠক। বিলোনিয়া সার্কিট হাউজে বৃহস্পতিবার দুপুরে বৈঠকটি হয় নির্বাচন কমিশন কিরন গিত্তের পৌরহিত্বে। এছাড়া এই দিনের পর্যালোচনা বৈঠকে ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ, মহকুমা শাসক রতন ভৌমিক, জেলা পুলিশ সুপার কুলবন্ত সিং, মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস সহ জেলা ও মহকুমা,আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।এই দিনের বৈঠকে ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই দিকে নজর রাখার পাশাপাশি  শান্তির পরিবেশ যাতে বজায় থাকে তার কঠোর নজরদারি ব্যাবস্থা রাখার জন্য নির্দেশ দেন‌ নির্বাচন কমিশনার কিরন গিত্তে। । বৈঠক শেষে গৌমতী জেলা উদ্দেশ্যে রওনা দেন নির্বাচন কমিশনার কিরন গিত্তে সহ  ডিজিপি অমিতাভ রঞ্জন ও এডিজিপি সুভাষ রঞ্জন । সেখানেও বৈঠক করবেন বলে জানা যায়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৩ ফেব্রুয়ারি ২০২৩

     

    3/related/default