ব্লাড ব্যাঙ্কগুলিতে চলছে রক্তের সংকট। নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই রক্তদান শিবির প্রায় বন্ধ হয়ে গেছে । এই পরিস্থিতিতে মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর তাগিদে বিশালগড় প্রেস ক্লাব এবং বিশালগড় মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে রক্তদান শিবিরে আয়োজন করে বৃহস্পতিবার। এদিন বিশালগড় ব্লাড ব্যাঙ্কে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. জে এম দাস, বিশালগড় প্রেস ক্লাব সভাপতি ভবতোষ ঘোষ, প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলামসহ অন্যান্যরা। মহকুমা স্বাস্থ্য আধিকারিক নিজেও রক্তদান করেন। তিনি জানান দুই মাস ধরে রক্তের সংকট চলছে। ক্যান্সার, ডেলিভারি ইত্যাদি ক্ষেত্রে প্রতিনিয়ত রক্তের প্রয়োজন। কিন্তু রক্তের ঘাটতি রয়েছে। সেই সংকটের কথা বিবেচনা করে বিশালগড় মহকুমা স্বাস্থ্য দপ্তর এবং বিশালগড় প্রেস ক্লাব যৌথভাবে রক্তদান শিবিরের আয়োজন করেছে। সাংবাদিক এবং স্বাস্থ্য কর্মীরা মিলে কুড়ি জন স্বেচ্ছায় রক্তদান করেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৩ ফেব্রুয়ারি ২০২৩