আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী, সভাপতি সহ বিজেপি প্রার্থীরাঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    ভোটের দিনক্ষণ যত এগুচ্ছে ততই বাড়ি বাড়ি জোরদার প্রচার চালাচ্ছেন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ রবিবার বনমালীপুর নিজ বিধানসভা কেন্দ্রের মর্ডান ক্লাব এলাকায় বাড়ি বাড়ি প্রচার করলেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য৷ প্রচারের ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ব্যাপক সাড়া মিলছে৷ সবাই দুই হাত তুলে আশীর্বাদ করছে৷ জোট না ঘোট তা মানুষের কাছে স্পষ্ট নয়৷ কাদের এবং কিসের স্বার্থে জোট৷ এটা রাজ্যের মানুষ জানতে চায়৷ তাদের এই জোট নিয়ে মানুষ তিতিবিরক্ত৷ ২০২৩- সালে উচিৎ  শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে৷ উন্নয়নই বিজেপি নির্বাচনী হাতিয়ার বলে জানান রাজীব ভট্টাচার্য৷

    এদিকে এদিন সকালে বড়জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী  ডাঃ দিলীপ দাসের সমর্থনে গোয়ালা বস্তি এলাকায় জনসম্পর্ক কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ এদিন প্রার্থীকে সঙ্গে নিয়ে জনসংযোগ চালান তিনি৷ গোয়ালা বস্তীর বাসিন্দাদের সঙ্গে কথা বলেন৷ মানুষের চেহারাই দর্পণ৷ বিজেপি-কে মানুষ ব্যাপক ভাবে সমর্থন জানাচ্ছেন৷ গত বারের চাইতে বেশী ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ বিরোধী দলকে মানুষ গ্রহণ করছে না৷ তাদের জনসমর্থন নেই বলে জানান তিনি৷
    পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরজিৎ দত্তের সমর্থনে বাইক রেলির আয়োজন করা হয়৷ রেলিটি উক্ত বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ জয় সম্পর্কের সম্পূর্ণ আত্মবিশ্বাসী প্রার্থী সুরজিৎ দত্ত৷
    অপরদিকে ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের আমতলি স্কুল সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগে অংশ নেন বিজেপি প্রার্থী রাম প্রসাদ পাল৷


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ৫ ফেব্রুয়ারি ২০২৩
     

    3/related/default