ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ১১ মার্চ শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত নগরকান্দা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৪ টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।নগরকান্দা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুপা ঘোষ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের এমপি জাতীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন,সাইদুর রহমান সুইট মিয়া, সুবিধাভোগী বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১১ই মার্চ ২০২৩