ফরিদপুরের নগরকান্দায় এল জি ইডি প্রকল্পের অধিনে আর ই আর এমপি শ্রমিকদের মাঝে ফার্স্ট এইড বক্স ও দূর্মুস বিতরণ করা হয়েছে। ৯ মার্চ বৃহস্পতিবার বেলা বারটায় উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এল জি ইডি অফিসের সামনে এসকল প্রকল্পের সভাপতি ও দলের প্রধানদের হাতে সুরক্ষা মাক্স,স্যাভলন,টেপ,সেলাইন,ঔষধ, তুলা সহ ফার্স্ট এইড বক্স ও কাজের জন্য একটি দূর্মুস দেওয়া হয়।
উপজেলার ৯ টি ইউনিয়নে আর ই আর এমপি প্রকল্পের ৯ টি দলের মোট ৯০ জন নারী শ্রমিকদের জন্য এসকল প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়।৯ টি দলের দুটি করে মোট ১৮ টি বক্স ও ৯ টি দূর্মুস বিতরন করেন।বিতরণ কালে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন ও এল জি ইডি অফিসের সিও আব্দুল মান্নান।আরশিকথা বাংলাদেশ সংবাদ
১০ই মার্চ, ২০২৩