আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমি পাতা কুড়ানিয়া মেয়ে ।। কবিতা ।। সাধন চন্দ্র মিত্র, পুরুলিয়া

    আরশি কথা

    আমি পাতা কুড়ানিয়া মেয়ে ।।


    তোমাদের চোখে পলাশে আগুন -

    তোমরা খোঁজ ফাগুন মাস।

    আমি কুড়াই শুকনো পাতা,

    জঠোর জুড়াতে, বারোটি মাস,

    আমি পাতা কুড়ানিয়া মেয়ে।

    গাছের মহুলে পায়েস গন্ধ

    আমার জীবনে নেইকো ছন্দ

    একটা লাইনও লিখা হবে নাকো, আমার জীবন নিয়ে -

    আমি পাত কুড়ানিয়া মেয়ে !!

    মোটর গাড়িতে এসেছিলো ওরা

    টিভি সিরিয়ালের বাবু বিবি পারা

    পলাশ তলির ডহরে -

    ওরা থাকে দূর শহরে ।

    পলাশে সাজছে, পলাশে নাচছে

    তরল গরল গেলাসে কাঁপছে

    বাবু বিবিদের আবিরে রাঙানো গাল -

    ওদের সঙ্গে দেখা হওয়াটাই, আমার হোলো যে কাল !!

    ছিঁড়তে দিইনি পলাশের ফুল ছিঁড়তে দিইনি পাতা

    দেখেছিলো বনমাতা,

    বিনিময়ে ওরা আমার শরীরে, খুঁজেছে ফাগুন মাস -

    চরম সর্বনাশ -

    আজ মরে গিয়ে সেই পাতা কুড়োনিয়া হয়েছি - 

    লাল প লাস -

    আমার শরীরে খুঁজছো তোমরা আবার ফাগুন মাস।


    - সাধন চন্দ্র মিত্র, পুরুলিয়া


    ৫ই মার্চ, ২০২৩

     

    3/related/default