আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সময় ও অজুহাত কিনবো আমি..... স্বপন তালুকদার, বারাসত, কোলকাতা

    আরশি কথা


     সময় ও অজুহাত কিনবো আমি.....


    অনেক টাকা  জমাতে চাই।

    টাকা জমানোয়,মন দিয়েছি তাই।।


    তুমি শুনলে অবাক হবেই হবে।

    কেন, টাকা জমাচ্ছি শোনো তবে।।


    জমিয়ে টাকা অনেক....

     তারপর....

    সময় কিনে,  বোঝাই করবো ঘর।।

    প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর।

    যারা বলেন, খুব ব্যস্ত

    একদম পাই না নিতে, তোমার খবর।।


    কাজের চাপে যাদের,--

    মনে থাকে না কিছু আর।

    তাদেরকে, আমার কেনা সময়--

    দেবো আমি ধার।।


    সময় কেনা হলে এবার।

    টাকা জমাবো, আমি আবার।।


    এরপর কিনবো আমি যাকে।

    অজুহাত বলি তাকে...।।


    পৃথিবীর সমস্ত অজুহাত---

     করবো, জমা কিনে।

    কেউ যেন প্রিয় মানুষকে---

     না যায় ভুলে, অজুহাতের কারণে.....।।


    তাই অফুরন্ত সময় আর।

    শূন্য অজুহাতের এক পৃথিবী বানাবার--

    ভীষণ ইচ্ছে আমার।।


    -স্বপন তালুকদার    

    বারাসত, কোলকাতা

    ২৬ মার্চ ২০২৩

    3/related/default