কাল সে অভিশপ্ত মধ্যরাতে
নারীলোভী দস্যুদের পাল্লায়,
আটকাতে পারিনি,
প্রিয়াহীন একা পাঁচরাত নিদ্রাহীন
বিছানায় শুধু তার শরীরের গন্ধ।
ষষ্ঠ রাতদুপুরে কান্নার আওয়াজ
আমার নীড়ের উন্মুক্ত দ্বারে,
অবাক আমি ছুটে গেলাম,
মানসিক-শারীরিক কত কষ্টের ক্ষত,
বললাম, রোদন থামাও, ভয় পেও না,
অন্য কেউ থাক্, না থাক্,
আমি তো আছি পাশে তোমার।
- আশিস ভট্টাচার্য
আগরতলা, ত্রিপুরা
২৬ মার্চ ২০২৩