আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাংলার স্বাধীনতা ।। বাউল কবি মোঃ মহিউদ্দিন ।। ফরিদপুর, বাংলাদেশ

    আরশি কথা

    ।। বাংলার স্বাধীনতা ।। 


    ১৯৭১ এর সেই স্মৃতি গাঁথা

    ২৫ শে মার্চের কথা, 

    ভয়ংকর সেই কালো রাতের

    নির্মম নিষ্ঠুরতা।

    মনে পড়ে পাক-বাহিনীরা

    করেছিলো অত্যাচার,

    পরাধীনতার শৃঙ্খলে ছিলাম

    যেনো বন্ধী কারাগার।।


    বাঙ্গালীদের উপর পশ্চিমারা

    করেছে কত নির্যাতন, 

    অমানুষিক উৎপিড়ন আর 

    কত নারী ধর্ষণ।

    ঘুমের ঘরে পাক-হানাদারদের

    হটাৎ আক্রমনে,

    গর্জে উঠে গুলির ব্রাশ

    বোমা তোপ কামানে।।


    পাক-বাহিনীর শোষণের শাসন

    আর নিষ্ঠুর বর্বরতা,

    নরপিশাচ কসাইয়ের ন্যায়

    চালায় গনহত্যা। 

    ঘেরাও করে ঘর বাড়ি সব

    পেট্রোল দেয় ঢেলে,

    কোলের শিশু কেড়ে নিয়ে 

    সেই আগুনে দেয় ফেলে।।


    বাঙ্গালীরা কঠিন সংগ্রামে 

    বীর সৈনিক বেশে,

    নারী-পুরুষ সবাই মিলে

    যুদ্ধে ঝাপিয়ে পড়ে শেষে।

    নয় মাস ধরে মুক্তি বাহিনী

    রাত-দিন যুদ্ধ করে, 

    হার মানিয়েছে পশ্চিমাদের

    কঠোর সাধনার পরে।। 


    মনে পড়ে সেই দিনের কথা 

    ১৯৭১ এর গনহত্যা, 

    ছিনিয়ে আনা জয়ের পতাকা 

    সংগ্রামী সেই বীর জনতা।

    লাখো বাঙ্গালীর রক্তে মাখা

    দেশের অর্জিত স্বাধীনতা।।


    -বাউল কবি মোঃ মহিউদ্দিন

    ফরিদপুর, বাংলাদেশ 

     

    3/related/default