কানাডায় প্রথমবারের মতো দেশটির জনসংখ্যা এক বছরে ১০ লাখ বেড়েছে। সম্প্রতি দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।
কানাডার সরকারি সংস্থা 'স্ট্যাটিসটিকস কানাডা' বলছে, দেশটির জনসংখ্যা এক বছরে ৩ কোটি ৮৫ লাখ থেকে ৩ কোটি ৯৫ লাখ গিয়ে পৌঁছেছে।১৯৫৭ সালের পর কানাডায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ ২ দশমিক ৭ শতাংশ চিহ্নিত করা হয়েছে। শ্রমিকের ঘাটতি কমাতে ব্যাপক হারে অভিবাসী নেয়াই দেশটিতে জনসংখ্যা বাড়ার মূল কারণ মনে করছেন সংশ্লিষ্টরা।
২০২২ সালে কানাডা প্রায় সাড়ে ৪ লাখ অভিবাসীকে স্বাগত জানিয়েছিল। দেশটিতে বর্তমানে অস্থায়ী বাসিন্দার সংখ্যা ৬ লাখের বেশি। এরইমধ্যে রেকর্ড ছাড়িয়েছে অভিবাসন প্রক্রিয়ার জন্য আবেদন।
কানাডা সরকারের তথ্যমতে, জনসংখ্যা বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে, আগামী ২৬ বছরে দেশটির জনসংখ্যা দ্বিগুণে গিয়ে ঠেকবে। আর সেক্ষেত্রে আবাসন, অবকাঠামো, পরিবহন ও অন্যান্য নাগরিক সুবিধা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করা কানাডা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
আরশিকথা দেশ-বিদেশ
২৪ মার্চ ২০২৩
তথ্য মূলক সংবাদ। কানাডার লোকসংখ্যা বৃদ্ধির হার খুবই উদ্বেগের।
উত্তরমুছুন