Type Here to Get Search Results !

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতাঃ আগরতলা

বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে ২০২২-২৩ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের শুরুতে বিদ্যামন্দিরের পতাকা ও প্রদীপ প্রজ্বলন করেন বিদ্যামন্দিরের দিবা ও প্রাত: বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার দাস ও চিত্ত রঞ্জন দেব্বর্মা। মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের এসএমসি কমিটির সভাপতি  অমিত কুমার রায়, প্রাক্তন শিক্ষক পীযূষ কান্তি সরকার, বিশ্বনাথ চক্রবর্তী, প্রবীর দেবনাথ, চন্দন সরকার এবং বিদ্যামন্দিরের বরিষ্ঠ শিক্ষক তাপস রঞ্জন রায়।
এদিন ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বিদ্যার্থীদের খুবই সুন্দর মার্চ পাসের মাধ্যমে প্রতিযোগিতার শুভারম্ভ হয়।



অনুষ্ঠানে এদিন একে একে যোগা প্রদর্শনী, বস্তা দৌড়, স্কিপিং, সমান্তরাল দৌড়, অংক দৌড়,  রীলে দৌড়, শর্ট পুট, যেমন খুশি তেমন সাজো এবং অভিভাবকদের মধ্যে ১০০ মিটার দৌড় ইত্যাদি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।


পরবর্তী সময়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এদিন বিদ্যার্থী, অভিভাবকগণ সহ বিদ্যামন্দিরের উভয় বিভাগের শিক্ষক এবং শিক্ষিকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলতার রূপ পায়।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সৌজন্যে তাপস রঞ্জন রায়

১লা মার্চ ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.