গোটা দেশের সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার পালন করা হল জাতীয় বিজ্ঞান দিবস। কুসংস্কার ও অপবিজ্ঞানের বিরুদ্ধে ভারত গড়ার শপথে জাতীয় বিজ্ঞান দিবস পালন করে রাজ্যের ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির ত্রিপুরা শাখা। প্রতিবছরই জাতীয় বিজ্ঞান দিবসকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে এই সংগঠন। চলতি বছর ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অঞ্চলে কুসংস্কারের বিরুদ্ধে নানা কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার ড্রপ গেইট সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় এক সচেতনতামূলক পথসভার। এ ব্যাপারে বলতে গিয়ে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির রাজ্য শাখার সম্পাদক রাজু আচার্য শক্তিশালী বিজ্ঞান আন্দোলন গড়ে তোলার বার্তা দেন রাজ্যবাসীর প্রতি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৮ ফেব্রুয়ারি ২০২৩