আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ওড়িশার ধানু যাত্রা উৎসবে ত্রিপুরার ছেলেমেয়েদের সাফল্য

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    ওড়িষ্যার ঐতিহ্যবাহী ধানু উৎসবে নজীর গড়ল রাজ্যের শিল্পিরা। প্রচুর সংখ্যক জনসমাগমের জন্য ধানু উৎসবটিকে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে।এবার এই উৎসবে উত্তরায়ণ সংস্থার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

    এদের মধ্যে সেরা নৃত্য এবং সঙ্গীত পরিবেশনার জন্য পুরস্কৃত হয়েছে আরুন্যা দেবনাথ। সোমবার উত্তরায়ণের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান সংস্থার প্রতিষ্ঠাতা অঙ্গনা নন্দী।তিনি বলেন,রাজ্যের ইতিহাসে সম্ভবত প্রথমবারের মত কেউ এই খেতাব অর্জন করেছে। নৃত্যে অংশগ্রহণ করেছিলেন, জয়শ্রী বিশ্বাস, আরুন্যা দেবনাথ, তৃষা দেবনাথ, ও অঙ্গনা নন্দী। সঙ্গীতে অংশগ্রহণ করেছিলেন, অন্তরিপা পাল, দেবতোষ চক্রবর্তী ও অর্পণ ব্যানার্জি। সমগ্র সঙ্গীত পরিচালনায় ছিলেন অৰ্পণ ব্যানার্জি। যন্ত্রসঙ্গীতে সহায়তা করেন সম্রাট নন্দী।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৫ মার্চ ২০২৩
     

    3/related/default