Type Here to Get Search Results !

৮ মার্চ মন্ত্রিসভার শপথগ্রহণে আসছেন প্রধানমন্ত্রী, যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


আগামী ৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় বিজেপি-আইপিএফটি সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ উপলক্ষ্যে রাজ্য সফরে আসছেন। প্রধানমন্ত্রীর রাজ্য সফর উপলক্ষ্যে আগরতলার এমবিবি এয়ারপোর্ট থেকে বিবেকানন্দ ময়দান পর্যন্ত রাস্তায় সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিভিন্ন ধরনের যানবাহন, টিপার, বড় বাস, ইট এবং সিমেন্ট বোঝাই গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আপৎকালীন পরিষেবায় নিযুক্ত যানবাহনের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। বিকল্প রাস্তাগুলি হলো ক) নারায়ণপুর- নরসিংগড়- রামনগর- গান্ধীগ্রাম বাজার- শালবাগান- রাবারবোর্ড- চানমারি খ) জিবি- ইন্দ্রনগর- ধলেশ্বর- মঠ চৌমুহনী- যোগেন্দ্রনগর- বাইপাস। গ) এডিনগর- বটতলা- ফায়ার সার্ভিস- কের চৌমুহনী- শঙ্কর চৌমুহনী- বড়জলা- ভারতরত্ন হয়ে ময়লাখলা- এমবিবি এয়ারপোর্ট। ঘ) জিবি- আইএলএস- এসডিও চৌমুহনী- নন্দনগর- বণিক্য চৌমুহনী- খয়েরপুর। বিবেকানন্দ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর জনসভায় বিশেষ অতিথিরা ও ব্যাপক সংখ্যায় জনগণ অংশগ্রহণ করবেন। এজন্য আগরতলার বিভিন্ন জায়গায় যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জায়গাগুলি হলো- লেইক চৌমুহনীর দিকে এসটি কর্পোরেশনের কাছে, শচীন সেতু থেকে লেইক চৌমুহনীর দিকে, বোধজং চৌমুহনী থেকে উত্তর গেট, বোধজং চৌমুহনী থেকে ভুতুরিয়ার দিকে, কাটাখাল থেকে শচীন সেতু, ক্যান্টনমেন্ট রোড থেকে বুদ্ধমন্দির, অভয়নগর পোস্ট অফিস থেকে বুদ্ধমন্দির, উত্তর গেট থেকে রাধানগর।বিজ্ঞপ্তিতে জেলাশাসক জানিয়েছেন, দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা জেলা থেকে যেসব যানবাহন আসবে এগুলি নাগেরজলা স্ট্যান্ড (এলএমডিএস/ বাস), গান্ধীঘাটের রাস্তার পশ্চিম দিক (এলএমভিএস/ বাস), (এলএমভিএস) নেতাজী স্কুল মাঠ (এলএমভিএস/ বাস ), ধলাই, ঊনকোটি জেলা ও উত্তর ত্রিপুরা জেলায় এবং তেলিয়ামুড়া, জিরানীয়া, রানীরবাজার থেকে যেসব গাড়িগুলি আসবে সেগুলি আইএসবিটি চন্দ্রপুর (এলএমভিএস বাস), পুরোনো কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আশ্রম চৌমুহনী রাস্তার দক্ষিণাংশে (এলএমভিএস), ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে (এলএমভিএস) দাঁড়াবে। খোয়াই জেলা ও সদরের উত্তরাংশ থেকে আসা যানবাহনগুলি নেহেরু পার্ক (এলএমভিএস / বাস), সিধাই ক্রসিং-এ দাঁড়াবে। এর পর শ্রোতারা নেহেরু পার্ক-মূর্তি প্রাঙ্গণ-বুদ্ধ মন্দির- রাধানগর- রাধামাধব মন্দির- লেহক চৌমুহনী এসটি কর্পোরেশন- ডিমসাগর- দেবলোক হসপিটাল পথ ধরে স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন। যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আসা বাসগুলি মঠ চৌমুহনী থেকে গান্ধীস্কুল এবং এলএমভিএসগুলি ক্ষুদিরাম বসু স্কুল মাঠে দাঁড়াবে। বাস / এলএমভিএস'র ক্ষেত্রে আইজিএম চৌমূহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী, আইজিএম চৌমুহনী থেকে ফায়ার সার্ভিস চৌমুহনী, উমাকান্ত মাঠ, রাধানগর থেকে উত্তর গেট, উত্তর গেট থেকে কাটাখাল শচীন সেতু থেকে ভুতুরিয়া পর্যন্ত কোন পার্কিং এলাকা থাকবে না।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৬ই মার্চ ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.