রাজ্যের জনজাতিদের সমস্যার সাংবিধানিক সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার আগামী দু'য়েক দিনের মধ্যে একজন মধ্যস্থতাকারী নিয়োগ করবে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মন্ত্রিসভায় যাওয়া বা না যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হবে না। জনজাতিদের সমস্যার সমাধানই প্রধান লক্ষ্য।
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক শেষে রাজবাড়ীতে এক সাংবাদিক সন্মেলনে মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ একথা জানিয়েছেন। নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান শেষে অমিত শাহ স্টেট গেস্ট হাউসে প্রদ্যোত কিশোর দেববর্মণের সাথে বৈঠক করেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা উপস্থিত ছিলেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
৮ই মার্চ, ২০২৩