বাঙ্গালীদের বর্ষবরণ
পহেলা বৈশাখ,
গানের সুরে তালে নাচে বাজায় জয় ঢাক।।
চৈত্র সংক্রান্তির পরে
বাংলাদেশের ঘরে ঘরে,
পুরাতন ঐ বছর ছেড়ে
এলো নতুন বছরের ডাক।।
নববর্ষের ভালোবাসা
সবাইকে জানাই শুভেচ্ছা,
কামনা বাসনা আশা
মিটায় মনের শখ।।
মানুষের মনের মাঝে
নিত্য নতুন ইচ্ছে জাগে,
হরেক রকম নতুন সাঝে
করে দেয় অবাক।।
বৈশাখের এই মিলন মেলা
রঙ্গের বাজার রঙের খেলা,
বাউল গানে জুড়ায় জ্বালা
চলে আনন্দের উৎসব।।
- বাউল কবি মোঃ মহিউদ্দিন
ফরিদপুর, বাংলাদেশ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ এপ্রিল ২০২৩