কোলকাতার পিয়ারলেস হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে যেকোনো স্ত্রীরোগ সংক্রান্ত ক্যান্সার এর সুপরামর্শ এবং চেকআপ করিয়ে নিতে চলে আসুন আগরতলার সূর্য রোড সংলগ্ন এসবিআই বাজার ব্রাঞ্চের পাশে নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র বালাজি হেলথ কেয়ার সেন্টারে।
এখানে ৯ এপ্রিল বিনামূল্যে রোগী দেখবেন কোলকাতার স্বনামধন্য স্ত্রীরোগ ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা: অমিত মন্ডল। ৯ এপ্রিল রবিবার, বিকেল ৩টে থেকে ৫টা অবধি অভিজ্ঞ চিকিৎসকের বিনামুল্যে পরামর্শ গ্রহণ করতে আজই নাম নথিভুক্ত করুন এই নম্বরে,,,,
9436502842 / 0381=2388370
আজই ফ্রি গাইনোকলজি এবং গাইনি অনকোলজি চেকআপ এর সুযোগ নিতে যোগাযোগ করুনঃ
বালাজি হেলথ কেয়ার
সূর্য রোড, এসবিআই বাজার ব্রাঞ্চের পাশে, আগরতলা
আরশিকথা
৫ এপ্রিল ২০২৩